পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘হার’, ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ভারত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৮: ১৪
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০: ৩৬

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ড্রোন নির্মাণে আত্মনির্ভরশীলতা বাড়াচ্ছে ভারত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও তুরস্কের সহায়তায় গড়ে ওঠা পাকিস্তানের ড্রোন কর্মসূচির মোকাবিলা করতে ভারত ২৩৪ মিলিয়ন ডলারের (২০ বিলিয়ন রুপি) একটি প্রণোদনা কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে গণমাধ্যমটিকে জানিয়েছেন তিনটি পৃথক সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তা ও একজন শিল্পপতির বরাতে রয়টার্স জানায়, তিন বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, সফটওয়্যার, প্রতিরক্ষা ড্রোন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সেবা উৎপাদন অন্তর্ভুক্ত থাকবে।

এই কর্মসূচির বিস্তারিত এর আগে প্রকাশিত হয়নি এবং এটি ২০২১ সালে চালু হওয়া ১.২ বিলিয়ন রুপির ক্ষুদ্র প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের চেয়ে অনেক বড়, যা মূলত স্টার্টআপদের সহায়তায় চালু হলেও পুঁজি সংকট ও গবেষণায় বিনিয়োগের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।

রয়টার্স এর আগেও জানিয়েছিল, ভারত আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে ধাপে ধাপে ড্রোন শিল্পে ব্যাপক বিনিয়োগ করতে পারে, যা ৪৭০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এ বিষয়ে সরকার ও সামরিক কর্মকর্তারা বলেছেন, এটি হবে ‘ধারাবাহিক পরিকল্পনার অংশ’।

চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে চারদিনের সংঘর্ষে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো ব্যাপকভাবে একে অপরের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করে। ওই অভিজ্ঞতা থেকেই ভারত স্বদেশে আরো বেশি ড্রোন উৎপাদনে জোর দিচ্ছে। অবশ্য যুদ্ধের পর দুই দেশই নিজেদেরকে বিজয়ী হিসেবে দাবি করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত