নাইজেরিয়ায় ফজর নামাজ আদায়কালে মসজিদে হামলা, নিহত ২৭

আলজাজিরা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৫: ৪০
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪: ০৬

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র দস্যুরা। এতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

দেশটির স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার ভোরে ফজর নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা। তখন সশস্ত্র দস্যুরা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি চালায়। এ সময় অন্তত ২৭ জন মুসল্লি নিহত ও আহত হয়েছেন অনেকে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পরপর উঙ্গুয়ান মানতাউ গ্রামে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত