আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাপান

আমার দেশ অনলাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাপান

পশ্চিম জাপানে মঙ্গলবার সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে অগভীর গভীরতায় ভূকম্পনটি অনুভূত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.৮ হিসেবে রেকর্ড করেছে।

জাপানের শিন্ডো স্কেলে ইয়াসুগি শহরে কম্পনের মাত্রা ‘উচ্চ পাঁচ’ হিসেবে ধরা পড়েছে। এই মাত্রার কম্পনে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং যানবাহন চালানো কঠিন হয়ে পড়ে।

জেএমএ আরও জানায়, একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে ৪.৫, ৫.১, ৩.৮ ও ৫.৪ মাত্রার কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। তবে এসব ক্ষেত্রেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিদ্যুৎ কোম্পানি চুগোকু ইলেকট্রিক। এদিকে বিদ্যুদ্বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এটি ভূমিকম্পের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে জাপানের সামরিক বাহিনী আকাশপথে জরিপ চালাচ্ছে বলে জানানো হয়েছে।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...