
আমার দেশ অনলাইন

রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়ে নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা চালিয়ে যেতে পারবে হাঙ্গেরি। শুক্রবার হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক বছর রাশিয়া থেকে তেল-গ্যাস কেনার সুযোগ পাবে হাঙ্গেরি। কারণ হিসেবে তিনি বলেন, ‘অন্যান্য অঞ্চল থেকে তেল ও গ্যাস পাওয়া হাঙ্গেরির পক্ষে খুবই কঠিন। তাই তাদেরকে সুযোগ দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যাপক সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে ইউরোপীয় দেশগুলো।
হাঙ্গেরি অন্য যেকোনো ইইউ দেশের তুলনায় বেশি রাশিয়ান তেল ও গ্যাস কিনে। তারপরও হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরবানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, স্থলবেষ্টিত হওয়ায় হাঙ্গেরির জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা কঠিন।
বৈঠকের পর এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হাঙ্গেরিকে এক বছরের জন্য ছাড় দেয়া হয়েছে।
গত মাসে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি তার মিত্রদের কিছুটা শিথিলতা দেখান, তাহলে অন্যরা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে উৎসাহিত হবে।

রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়ে নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা চালিয়ে যেতে পারবে হাঙ্গেরি। শুক্রবার হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক বছর রাশিয়া থেকে তেল-গ্যাস কেনার সুযোগ পাবে হাঙ্গেরি। কারণ হিসেবে তিনি বলেন, ‘অন্যান্য অঞ্চল থেকে তেল ও গ্যাস পাওয়া হাঙ্গেরির পক্ষে খুবই কঠিন। তাই তাদেরকে সুযোগ দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যাপক সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে ইউরোপীয় দেশগুলো।
হাঙ্গেরি অন্য যেকোনো ইইউ দেশের তুলনায় বেশি রাশিয়ান তেল ও গ্যাস কিনে। তারপরও হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরবানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, স্থলবেষ্টিত হওয়ায় হাঙ্গেরির জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা কঠিন।
বৈঠকের পর এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হাঙ্গেরিকে এক বছরের জন্য ছাড় দেয়া হয়েছে।
গত মাসে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি তার মিত্রদের কিছুটা শিথিলতা দেখান, তাহলে অন্যরা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে উৎসাহিত হবে।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। তবে কোনো হতাহতের খবর মেলেনি। শনিবার কিয়েভের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ কথা জানিয়েছেন।
৬ মিনিট আগে
সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে পাকিস্তান ও ইরান। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ।
২৯ মিনিট আগে
সামাজিকমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। শুক্রবার ডেনমার্ক সরকার জানায়, ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ নেয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবে না। এর কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আফ্রিকানদের পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছেন তিনি।
১ ঘণ্টা আগে