আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুরস্কে আইএসআইএসের ৮৫ সদস্য গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

তুরস্কে আইএসআইএসের ৮৫ সদস্য গ্রেপ্তার
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসের সন্দেহভাজন ৮৫ সদস্যকে গ্রেপ্তার করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের পূর্বাঞ্চলে সন্ত্রাসবিরোধী আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

দক্ষিণ-পূর্ব প্রদেশ সানলিউরফায় সামাজিক মাধ্যমে আইএসআইএসের প্রশংসা করে পোস্ট দেওয়ার অভিযোগে আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে আইএসআইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বই ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া ৬৭ জনকে গ্রেপ্তার করে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস।

এদিকে, দেশের জন্য হুমকি বলে প্রমাণিত হওয়ায় আরো ৩২ জনকে প্রত্যাবাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ চক্রের একজন নেতাকে শনাক্ত করেছে, যিনি অবৈধ ক্লাস এবং সমর্থক নিয়োগের জন্য প্রচারণা চালান বলে অভিযোগ রয়েছে।

গত ২৯ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে তুরস্ক।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...