প্রথমবারের মতো জার্মানিতে বৈদ্যুতিক গাড়ি রপ্তানি করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৫: ৫১

তুরস্কের তৈরি প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি ‘Togg T10X’ চলতি দশকের শেষভাগে জার্মান বাজারে প্রবেশ করতে যাচ্ছে। স্থানীয় দৈনিক বিল্ডের বরাতে শনিবার (৩ আগস্ট) হুররিয়েত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, জার্মানির মিউনিখে আয়োজিত ‘IAA Mobility Fair’-এ গাড়িটি প্রথমবারের মতো প্রদর্শিত হবে। এরপর ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে বিক্রি শুরু হবে। TOGG কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত ডিলারশিপ ছাড়াই ডিজিটাল প্ল্যাটফর্ম ‘Trumore’-এর মাধ্যমে গাড়িটি বাজারজাত করা হবে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত টগ, ২০১৯ সালের ডিসেম্বরে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির প্রোটোটাইপ, T10X চালু করে। কোম্পানিটি ২০২২ সালে T10X মডেলের ব্যাপক উৎপাদন শুরু করে এবং পরের বছর গ্রাহকদের কাছে সরবরাহ শুরু করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধেই T10X বিক্রি হয়েছে ১৭ হাজারের বেশি ইউনিট, যা দেশটির ইভি বাজারের প্রায় ২০ শতাংশ দখল করে। বিশ্লেষকরা মনে করছেন, জার্মানিতে প্রায় ৩০ লাখ তুর্কি বংশোদ্ভূত নাগরিক থাকায় দেশটিকে TOGG তাদের প্রথম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত