২০১৪ সালে নিহত ইসরাইলি সেনার লাশ ফেরত দিলো হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০: ৩৫
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২: ০৬
ছবি: আল জাজিরা

গাজায় ২০১৪ সালে নিহত এক ইসরাইলি সেনার লাশ হস্তান্তর করেছে হামাস। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে গাজা থেকে ইসরাইলি বাহিনীর কাছে ওই সেনার লাশ হস্তান্তর করা হয়। খবর আল জাজিরার।

২০১৪ সালে গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় নিহত হন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন। তিনি ২০১৪ সালের যুদ্ধ চলাকালে হামাসের সুরঙ্গ ধ্বংসের অভিযানে অংশ নিয়েছিলেন। তার লাশ শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার জন্য নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

নেতানিয়াহু বলেন, এতদিন ধরে লাশ আটকে রাখা তার পরিবারের জন্য চরম যন্ত্রণাদায়ক ছিল। লাশ ফেরত পাওয়ায় এখন পরিবার তাকে ধর্মীয় মর্যাদায় দাফন করতে পারবে। হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস জানায়, রাফাহর ইয়াবনা শরণার্থী শিবিরের এক টানেল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

গোল্ডিনের লাশ শনাক্ত হলে এখনো গাজায় চারজন নিহত বন্দির লাশ ফিরিয়ে আনা বাকি থাকবে। এ পর্যন্ত হামাস ২০ জীবিত বন্দি ও ২৩টি লাশ হস্তান্তর করেছে। প্রতিটি লাশের বিপরীতে ইসরাইল ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিচ্ছে বলে হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন।

১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইল প্রায় দুই হাজার জীবিত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ১০ হাজারের বেশি মানুষ ইসরাইলে আটক রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ২৪১ ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

রাজধানীর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ

জার্মানিতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সিরীয় অভিবাসীরা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত