আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কঙ্গোতে এম২৩’র অগ্রযাত্রা, রুয়ান্ডার বিরুদ্ধে পদক্ষেপের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
কঙ্গোতে এম২৩’র অগ্রযাত্রা, রুয়ান্ডার বিরুদ্ধে পদক্ষেপের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
২০২৩ সালে পূর্ব গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে কঙ্গোর সেনাবাহিনী এবং এম২৩ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর রুগারির একটি রাস্তায় ধ্বংসপ্রাপ্ত একটি সামরিক যান পড়ে আছে।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে। গত ৪ ডিসেম্বর ওয়াশিংটনে ডিআর কঙ্গোর সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘন করার অভিযোগে যুক্তরাষ্ট্র রুয়ান্ডা-সমর্থিত এম২৩-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংকেত দিয়েছে।

কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শীর্ষ মার্কিন কূটনীতিক মার্কো রুবিও বলেছেন, রুয়ান্ডা স্পষ্টভাবে চুক্তিটি লঙ্ঘন করেছে। এই চুক্তি ছিল খনিজসমৃদ্ধ কঙ্গোর পূর্বাঞ্চলে তিন দশকব্যাপী সংঘাত শেষ করার সর্বশেষ প্রচেষ্টা।

বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষরের কয়েক দিন পরই এম২৩ বুরুন্ডি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর উভিরা দখল করে নেয়। উভিরা দখলের মাধ্যমে এম২৩ দক্ষিণ কিভু প্রদেশে স্থলসীমান্তের নিয়ন্ত্রণ অর্জন করেছে এবং প্রতিবেশী দেশ বুরুন্ডির কাছ থেকে ডিআর কঙ্গোকে সহায়তা পাওয়া কার্যত বন্ধ হয়ে গেছে।

এছাড়া এম২৩ শনিবার প্রশাসনিক কেন্দ্র কিপুপু দখল করেছে, যেখানে কোনো প্রতিরোধের মুখোমুখি হয়নি। কিপুপু ও উভিরা মিলিয়ে এম২৩ ও তাদের মিত্র মিলিশিয়াদের একত্রিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। দক্ষিণে উভিরা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কঙ্গো সরকারপন্থী স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে এম২৩-এর সংঘর্ষও চলছে।

বুরুন্ডির সামরিক সূত্র জানায়, উভিরা দখলের পর হাজার হাজার বুরুন্ডিয়ান সেনা মালভূমিতে আটকা পড়ে এবং পশ্চাদপসরণের সময় তারা এম২৩-এর হামলার শিকার হচ্ছে।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম প্রধান জ্যঁ-পিয়ের লাক্রোয়া সতর্ক করেছেন, এম২৩-এর অগ্রযাত্রা আঞ্চলিক অগ্নিসংযোগ এবং বৃহৎ ডিআর কঙ্গোর বলকানীকরণের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে পারে।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন