গাজা উপত্যকায় তীব্র শীতের মধ্যেও মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক ফিলিস্তিনি নবজাতক প্রচণ্ড ঠাণ্ডায় জমে মারা গেছে। দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল-খাইর তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়। খবর আল জাজিরার।
গাজা সিটি থেকে আল জাজিরার তারেক আবু আযজুম জানান, ইসরাইলের হামলায় গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘পরিবারগুলো ভেজা মাটিতে তাঁবুতে বাস করছে, উত্তাপ নেয়ার কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, পর্যাপ্ত পোশাক নেই। যখন খাদ্য, জ্বালানি, আশ্রয় এবং সাহায্য একসঙ্গে নিষিদ্ধ করা হয়, তখন ঠান্ডা এভাবেই প্রাণঘাতী হয়ে ওঠে।’
দুই বছরের ইসরাইলের যুদ্ধ গাজা জুড়ে ৮০ শতাংশেরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে। লাখ লাখ পরিবারকে দুর্বল তাঁবুতে বা জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য করেছে।
সম্প্রতি প্রবল ঝড়ে উপত্যকায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, কারণ প্রবল বৃষ্টিপাত এবং বাতাসে তাঁবুগুলো প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে।
গাজা সিটি থেকে আল জাজিরাকে জানান একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা উম্মে মোহাম্মদ আসালিয়া বলেন, ‘আমরা আগুনের উপর শিশুদের কাপড় শুকানোর চেষ্টা করছি।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠনো বন্ধের আহ্বান অ্যামনেস্টির
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন গাজার চিকিৎসকরা