আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যে কারণে ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

যে কারণে ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দিয়েছেন। গাজা যুদ্ধে ‘শত্রুদের সমর্থনের’ অভিযোগে প্রভাবশালী এই দৈনিক পত্রিকাকে বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন অনুযায়ী, এ সিদ্ধান্তের আওতায় পত্রিকাটির সঙ্গে বিজ্ঞাপন ও সম্পাদকীয় সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি ঘোষণায় বলা হয়েছে, আগামীতে সব মন্ত্রণালয়, সরকারি বিজ্ঞাপনী সংস্থা ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে হারেৎজ এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে একটি সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে এই বর্জন কার্যকর হয়েছে।

ইসরাইল সরকারের দাবি, গাজা যুদ্ধ চলাকালে হারেৎজ এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে যা ইসরাইলের বৈধতা ও আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। সরকার জানায়, যদি ইসরাইলের একটি সংবাদপত্র শত্রুদের সমর্থন করে এবং আন্তর্জাতিকভাবে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়, তাহলে সে ধরনের পরিস্থিতি তারা মেনে নেবে না।

এদিকে, ইসরাইলের অ্যাটর্নি জেনারেল নতুন বিধিনিষেধ নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন, যা দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি জানিয়েছেন, এতে সংবাদমাধ্যমের কার্যক্রমে বাণিজ্যিক ও রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়বে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন