আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্তে ১১ বছরে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

সীমান্তে ১১ বছরে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: এনডিটিভি

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল-ভুটানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই আটক করা হয়েছে ২১ হাজারের বেশি মানুষকে। ভারতের পার্লামেন্ট লোকসভায় দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান। খবর এনডিটিভির

লোকসভায় উপস্থাপিত তথ্য অনুসারে, ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি সংখ্যক আটকের ঘটনা ঘটেছে, তারপরে রছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটানের সীমান্ত। তবে ২০১৪ সাল থেকে ভারত-চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে একই সময়ে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটান সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই সীমান্তগুলোতে আরো ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়েছে। এরপর ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন