হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১: ৫৯
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে দেশটির আলোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কথা হচ্ছে।

মঙ্গলবার হোয়াইট হাউর প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ও তার বাণিজ্যবিষয়ক দল ভারতের সঙ্গে গুরুত্বসহকারে আলোচনা অব্যাহত রেখেছেন। আমি জানি প্রধানমন্ত্রী মোদির প্রতি প্রেসিডেন্টের গভীর শ্রদ্ধা রয়েছে এবং তারা প্রায়ই কথা বলেন।’

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ভারতের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিতে পৌঁছাতে চান। এর মাধ্যমে বাণিজ্য ও শুল্কের পরিপ্রেক্ষিতে মতবিরোধের জেরে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেন তিনি। চলতি বছরের আগস্টে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছিলেন তিনি। পরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার দায়ে আরো ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ভারতের ওপর আরোপ করেন তিনি।

গত সপ্তাহে রাশিয়ার শীর্ষ তেল রপ্তানিকারী রোজনেফট ও লুকলির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর ভারত রুশ তেল আমদানি হ্রাস করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত