আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরমাণু কর্মসূচি নিয়ে চীন-রাশিয়া-ইরানের বৈঠক

আমার দেশ অনলাইন

পরমাণু কর্মসূচি নিয়ে চীন-রাশিয়া-ইরানের বৈঠক
ছবি: বার্তা সংস্থা মেহের

পরমাণু কর্মসূচী নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেছে রাশিয়া, ইরান ও চীন। রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা জানিয়েছেন। আসন্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড সভার আগে এ বৈঠক অনুষ্ঠিত হলো। খবর বার্তা সংস্থা মেহেরের।

বুধবার রাতে টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া বার্তায় উলিয়ানভ বলেন, ‘ইরানের পারমাণবিক ইস্যুতে আরেক দফা ত্রিপক্ষীয় আলোচনা করেছি আমরা। বৈঠকে আমাদের অবস্থানগুলো সমন্বয় করেছি এবং আগামী ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য আইএইএ বোর্ড অব গভর্নর্স সভাকে সামনে রেখে পরস্পরের মতামত বিনিময় করেছি।’

বিজ্ঞাপন

বোর্ড অব গভর্নরদের আসন্ন অধিবেশন ১৯ থেকে ২১ নভেম্বর ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান পারমাণবিক ইস্যুর বাইরে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না। ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়ে ইরানের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরাগচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগের আলোচনাযগুলোতে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। তবে এই বিষয়গুলো ইরানের অবস্থান সবসময় স্পষ্ট। এসব বিষয়ে কোনো আলোচনা হবে না।

ইরান ও ওমানের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সংলাপ চলমান আছে বলেও জানান আরাগচি। তিনি উল্লেখ করেন, তেহরান ও মাসকাটে প্রতি ছয় মাস অন্তর এসব পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন