গাজা ইস্যুতে তুরস্কের সভাপতিত্বে ওআইসির জরুরি বৈঠক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৪: ৩০
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৫: ০১
ছবি: মিডল ইস্ট মনিটর

গাজা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। এ বৈঠকে সভাপতিত্ব্ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সোমবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠক হওয়া কথা রয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, তুরস্ক বর্তমানে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

ওআইসি জানিয়েছে, এই বৈঠকে গাজায় চলমান ইসরাইলি হামলার ওপর আলোকপাত করা হবে। পাশাপাশি এ বিষয়ে সদস্য দেশগুলোর অবস্থান এবং প্রতিক্রিয়া সমন্বয় করা হবে।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ২৪ জন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো ৮ জনের।

ইসরাইলি বাহিনী গত ৬ আগস্ট গাজা শহরে সামরিক অভিযান শুরু করার পর থেকে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। সংস্থাটির দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় অপুষ্টিতে দুই শিশুসহ আরো আটজন ফিলিস্তিনি মারা গেছেন। যার ফলে প্রায় দুই বছর আগে গাজায় ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ২৮১ জনে দাঁড়ালো।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস আক্রমণে ৬২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানের ফলে উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে, দুর্ভিক্ষের কবলে পড়েছে সেখানকার বাসিন্দারা।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত