আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা ট্রাম্পের
ছবি: দ্য ডন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির করার বিষয়টি বিবেচনা করছেন তিনি। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি একথা বলেন। আগামী সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। খবরদ্য ডনের

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা (সৌদি আরব) অনেক যুদ্ধবিমান কিনতে চায়। আমি বিষয়টি দেখছি। তারা আমাকে বিষয়টি দেখতে বলেছে।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর নিয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটি বৈঠকের চেয়েও বেশি কিছু, আমরা সৌদি আরবকে সম্মান করছি’।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব শিগগরিই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে বলেও আশা জানান ট্রাম্প। তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া রিয়াদ এই ধরণের পদক্ষেপের বিরোধিতা করেছে।

সৌদি আরব মার্কিন অস্ত্রের অন্যতম বড় ক্রেতা এবং গত কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন