বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করায় ইরানকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ধন্যবাদ দেন তিনি।
ট্রাম্প ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে দাবি করেন, তেহরান গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব তা বাতিল করেছে। ধন্যবাদ!’
কিছু উপসাগরীয় দেশ বা ইসরাইল তাকে ইরান আক্রমণ থেকে বিরত রাখার চেষ্টা করেছে এমন কথাও উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, ইরানের কর্মকাণ্ডই তাকে হামলা না করার বিষয়ে প্রভাবিত করেছে।
ট্রাম্প সপ্তাহান্তে ফ্লোরিডার পথে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘তারা কারো মৃত্যুদণ্ড কার্যকর করেনি। তারা মৃত্যুদণ্ড বাতিল করেছে। এর একটি বড় প্রভাব পড়েছে।’
হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায়, ইরানি কর্তৃপক্ষ ৮০০ নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে। পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করা হচ্ছে বলেও জানানো হয়।
ট্রাম্প বারবার ইরানে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। মঙ্গলবার ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করার’ আহ্বান জানিয়ে বলেন, ‘সাহায্য আসছে’।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরোধী তুরস্ক
গ্রিনল্যান্ড দখলে বাধা দিলেই শুল্ক আরোপ, হুমকি ট্রাম্পের