আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের

আমার দেশ অনলাইন

২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের
ছবি: গালফ নিউজ

সৌদি আরবের রাষ্ট্রীয় খনন প্রতিষ্ঠান মাদেন দেশটির চারটি স্থান থেকে মোট ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। এর ফলে সৌদি আরবের খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও বিশ্বমানের স্বর্ণ উত্তোলনকারী হিসেবে মাদেনের কার্যক্রম আরো গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। খবর গালফ নিউজের।

মানসুরাহ মাসারাহ, উরুক ২০/২১, উম্মে আস সালাম এবং ওয়াদি আল জাওয়া থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হয়। মানসুরাহ মাসারাহ থেকে উত্তোলন করা হয় ৩০ লাখ আউন্স, তারপরে উরুক ২০/২১ এবং উম্মে আস সালাম থেকে ১৬ লাখ ৭ হাজার আউন্স এবং ওয়াদি আল জাওয়ায় প্রথম ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, ‘এর ফলে স্বর্ণ উত্তোলনকারী হিসেবে বিশ্বব্যাপী সৌদি আরবের অবস্থান আরো দৃঢ় হবে। আর এটা সম্ভব হয়েছে মাদেনের দীর্ঘমেয়াদি কৌশলের কারণে। তার মতে, এই ফলাফল নশ্চিত করে কোম্পানির দীর্ঘমেয়ামি কৌশল মাঠ পর্যায়ে কাজ করছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন