বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন দেশটির সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফের কর্মকর্তারা। বাংলাদেশে চলমান উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে এলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করতে আসেন এই কর্মকর্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেটির বেশির ভাগেই কোনো ধরনের বেঁড়া নেই।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি পরিদর্শন করেন।
সফরকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েন করা সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারত্ব ও প্রস্তুতি বজায় রাখতে বলেন।
ভারতের সেভেন সিস্টার্স নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভারতের জন্য একাত্তরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ পরিস্থিতি