পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ নামে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণ প্রক্রিয়ায় সব ধরনের কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা হয়েছে। ভারতের দাবি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান ও চীনের পাশাপাশি অর্ধেক বিশ্বের ওপর আঘাত হানতে সক্ষম।
এটি প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৮ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়া পুরো এশিয়া, আফ্রিকা ও ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
ভারত বলছে, এমআইআরভি প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র অনেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে চোখের পলকে তা ধ্বংস করে দিতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের পরে এই প্রযুক্তি অর্জনকারী ষষ্ঠ দেশ ভারত। রোড-মোবাইল লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করা যাবে। এই ক্ষেপণাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
অগ্নি-৫ পরীক্ষার মাধ্যমে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পন্ন দেশগুলোর বাছাই করা ক্লাবে যোগ দিলো ভারত। এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা পাাঁচ কিলোমিটারেরও বেশি। এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ১৭ মিটার লম্বা এবং ২ মিটার চওড়া। এর ওজন প্রায় ৫০ টন। অগ্নি-৫ একটি থ্রি-স্টেজ সলিড-ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র। এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পুরো গাজা দখলে ইসরাইলের অভিযান শুরু, ৮১ জন নিহত
চীন-পাকিস্তান-আফগানিস্তানের ত্রিপক্ষীয় বৈঠকে নানা প্রতিশ্রুতি