পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে অনুষ্ঠিত এক সামরিক মহড়ার সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আধুনিক নৌযুদ্ধের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত ও মানববিহীন সক্ষমতার কার্যকর প্রদর্শন করা হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যশ জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, উত্তর আরব সাগরে অনুষ্ঠিত এই মহড়া প্রত্যক্ষ করেন কমান্ডার পাকিস্তান ফ্লিট। মহড়ার অংশ হিসেবে আধুনিক উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা থেকে দীর্ঘপাল্লার এলওয়াই-৮০(ঘ) ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং সফলভাবে সম্পন্ন করা হয়। এর মাধ্যমে পাকিস্তান নৌবাহিনীর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এলওয়াই-৮০(ঘ) ক্ষেপণাস্ত্রটি আকাশে নির্ধারিত একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনে তা ধ্বংস করে। একই মহড়ায় লয়টারিং মিউনিশন ব্যবহার করে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতেও সফল হামলা চালানো হয়, যা নৌবাহিনীর নির্ভুল আঘাত হানার সক্ষমতার প্রমাণ।
আইএসপিআর আরও জানায়, এই পরীক্ষায় উচ্চমাত্রার কৌশলগত চালচলন, নির্ভুল নেভিগেশন এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যকরভাবে কাজ করার সক্ষমতা স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

