আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া

আমার দেশ অনলাইন

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া
ছবি: সংগৃহীত

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। শনিবার দেশটির রাজধানী তিবিলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা করে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং পিপার স্প্রে ব্যবহার করে। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর বিবিসির।

শনিবার জর্জিয়া এবং ইইউ পতাকা নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী তিবিলিসির রাস্তায় নামে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে এবং প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ পিপার স্প্রে ও জলকামান ব্যবহার করে।

বিজ্ঞাপন

গত বছরের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি বিজয় দাবি করার পর থেকে দেশটিতে রাজনৈতিক সংকট চলছে।

এমন অবস্থায় শনিবার স্থানীয় নির্বাচনের দিনই রাজধানীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সরকারবিরোধী অভিযানের প্রতিবাদে অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বর্জন করে।

আয়োজকদের একজন অপেরা গায়ক পাটা বুরচুলাদজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে জর্জিয়ান ড্রিম পার্টির ছয়জন নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করার আহ্বান জানান।

সাম্প্রতিক মাসগুলোতে অধিকার কর্মী, স্বাধীন গণমাধ্যম এবং বিরোধীদের ওপর দমন-পীড়নের পর এই বিক্ষোভ শুরু হয়। পশ্চিমাপন্থি বিরোধী দলের বেশিরভাগ নেতা এখন কারাগারে রয়েছেন।

একুশ বছর বয়সী ইয়া এবং তার বন্ধুরা শনিবারের সমাবেশে কালো পোশাক, হেলমেট এবং গ্যাস মাস্ক পরে বিক্ষোভে অংশ নেয়, যাতে তাদের শনাক্ত করা না যায়।

ইয়া বলেন, ‘আমি চাই জর্জিয়ান ড্রিম ফিরে আসুক। আমি চাই আমার দেশ আগের অবস্থায় ফিরে আসুক। আমি শান্তিতে বসবাস করতে চাই। আমি চাই যাদের অবৈধভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি দেয়া হোক।

গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর থেকে তিবিলিসিতে বিক্ষোভ চলছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন