একদিনে ইউক্রেনে ৮ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩১
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪০

একদিনে ইউক্রেনে কমপক্ষে ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত এই হামলা চালায় পুতিন বাহিনী। হামলায় কিয়েভে ৩২ বছর বয়সী এক নারী এবং তাঁর ২ মাস বয়সী সন্তান নিহত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, এটি যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা।

টেলিগ্রামে বিমান বাহিনী এক পোস্টে বলেন, ‘বিমান বাহিনীর ইউনিটগুলো ৮শ’ ১৮টি বিমান আক্রমণকারী যান শনাক্ত করেছে এবং ট্র্যাক করেছে।

বিমান বাহিনী আরো বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭শ’ ৪৭টি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সবশেষ এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে আটটি স্থানে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো জানিয়েছেন, ব্যাপক হামলা হয়েছে। ক্রিভি রিহ, দিনিপ্রো, ক্রেমেনচুক এবং ওদেসার পাশাপাশি কিয়েভও আক্রমণের কবলে পড়েছে।

এদিকে রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাশিয়ার নজিরবিহীন হামলার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় জেলেনস্কি প্যারিস বৈঠকে একমত হওয়া সিদ্ধান্তগুলোর সব প্রয়োগ করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘যখন বেশ আগেই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে, সে সময় এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার নামান্তর।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত