আমার দেশ অনলাইন
গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহীন নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ (জিএসএফ) জানিয়েছে আজ মঙ্গলবার ভোরে তিউনিসিয়ার উপকূলে তাদের একটি প্রধান নৌযান ‘ফ্যামিলি বোট’ ড্রোন হামলার শিকার হয়। তবে তাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।
তিউনিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পর্তুগিজ পতাকাবাহী জাহাটিতে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা ইউনিটগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের দাবি, লাইফ জ্যাকেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বেশ কয়েকটি জ্যাকেট পুড়ে যাওয়া ছাড়া কোনো প্রাণহানী বা ক্ষয়ক্ষতি হয়নি।
তবে এরআগে নৌবহরটি এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়ার জলসীমায় একটি ড্রোন নৌকাটিকে আঘাত করেছে। নৌবহরটি আরেকটি নৌকা থেকে ধারণ করা হামলার ফুটেজও শেয়ার করেছে। ফুটেজে দেখা যায়, নৌকায় একটি বস্তু আগুনে পুড়ে যাচ্ছে, যার ফলে বিস্ফোরণ ও আগুন লেগেছে।
নৌবহরে রয়েছেন সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ, ইয়াসেমিন আকার, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো আভিলা এবং তুর্কি কর্মী সুয়েব ওড়ু।
বিবৃতিতে বলা হয়, ‘সকল যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। এ বিষয়ে এখনো তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়া গেলে তা অবিলম্বে প্রকাশ করা হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘ভয় দেখিয়ে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। গাজার অবরোধ ভেঙে ফেলা এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে আমাদের শান্তিপূর্ণ মিশন দৃঢ় সংকল্প এবং দৃঢ়তার সাথে অব্যাহত থাকবে।’
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে ৫০টিরও বেশি জাহাজ রয়েছে। যেখানে বিভিন্ন দেশের অধিকার কর্মী, যাদের মধ্যে চিকিৎসক ও সাংবাদিকসহ প্রায় ১৫০ জন ফিলিস্তিনপন্থি কর্মী রয়েছেন।
আরএ
গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহীন নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ (জিএসএফ) জানিয়েছে আজ মঙ্গলবার ভোরে তিউনিসিয়ার উপকূলে তাদের একটি প্রধান নৌযান ‘ফ্যামিলি বোট’ ড্রোন হামলার শিকার হয়। তবে তাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।
তিউনিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পর্তুগিজ পতাকাবাহী জাহাটিতে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা ইউনিটগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের দাবি, লাইফ জ্যাকেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বেশ কয়েকটি জ্যাকেট পুড়ে যাওয়া ছাড়া কোনো প্রাণহানী বা ক্ষয়ক্ষতি হয়নি।
তবে এরআগে নৌবহরটি এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়ার জলসীমায় একটি ড্রোন নৌকাটিকে আঘাত করেছে। নৌবহরটি আরেকটি নৌকা থেকে ধারণ করা হামলার ফুটেজও শেয়ার করেছে। ফুটেজে দেখা যায়, নৌকায় একটি বস্তু আগুনে পুড়ে যাচ্ছে, যার ফলে বিস্ফোরণ ও আগুন লেগেছে।
নৌবহরে রয়েছেন সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ, ইয়াসেমিন আকার, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো আভিলা এবং তুর্কি কর্মী সুয়েব ওড়ু।
বিবৃতিতে বলা হয়, ‘সকল যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। এ বিষয়ে এখনো তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়া গেলে তা অবিলম্বে প্রকাশ করা হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘ভয় দেখিয়ে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। গাজার অবরোধ ভেঙে ফেলা এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে আমাদের শান্তিপূর্ণ মিশন দৃঢ় সংকল্প এবং দৃঢ়তার সাথে অব্যাহত থাকবে।’
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে ৫০টিরও বেশি জাহাজ রয়েছে। যেখানে বিভিন্ন দেশের অধিকার কর্মী, যাদের মধ্যে চিকিৎসক ও সাংবাদিকসহ প্রায় ১৫০ জন ফিলিস্তিনপন্থি কর্মী রয়েছেন।
আরএ
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৪ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
৪৪ মিনিট আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে