আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, জরুরি অবস্থা জারি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন। নিউ জার্সি ও নিউ ইয়র্কের কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটি হয়ে দক্ষিণ কানেকটিকাট পর্যন্ত পাঁচ থেকে চার ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর ফক্স নিউজের।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বৃষ্টি, তুষারপাত এবং বরফ পড়ছে যা শনিবার ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার রাত ৮ টা ১৫ মিনিট পর্যন্ত নিউ ইয়র্কের পাওলিংয়ে সাত ইঞ্চি, কানেকটিকাটের ওয়াটারবারিতে ছয় দশমিক পাঁচ ইঞ্চি এবং নিউ ইয়র্কের ওলকটে সাত ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল শুক্রবার অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় জরুরি অবস্থা জারি করেন। এই ঘোষণা মোট ৩৬টি কাউন্টিতে কার্যকর থাকবে, যার মধ্যে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষারপাত অব্যাহত থাকতে পারে। মিড-হাডসন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ড এলাকায় বেশি তুষারপাতের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে; কিছু স্থানে বরফের স্তর এক ফুট পর্যন্তও পৌঁছাতে পারে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া এবং দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন