যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্ততি শুরু করেছে ইসরাইলি বাহিনী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ১৯
ফাইল ছবি

ইসরাইলি সেনাবাহিনী গাজা চুক্তি বাস্তবায়নে ‘অপারেশনাল প্রস্তুতি’শুরু করেছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে—রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা এবং পরিস্থিতি মূল্যায়নের পরিপ্রেক্ষিতে চুক্তি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুতি শুরু করেছে।

বিজ্ঞাপন

সামরিক বিবৃতিতে টেলিগ্রামে বলা হয়েছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই সমন্বিত মোতায়েন লাইনে স্থানান্তরের জন্য প্রস্তুতি ও যুদ্ধ-প্রোটোকল তৈরি করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে—ইসরাইলি সৈন্যরা এখনো গাজা এলাকায় অবস্থান করছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে জরুরি বৈঠকে বসছে ইসরাইল সরকার। কয়েকঘণ্টার পরই এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোট হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত