জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে আন্তর্জাতিক আইনের ‘ভয়াবহ’ লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক উপনিবেশবাদবিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে তিনি এই নিন্দা জানান।
মনকাডা বলেন, ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলার ভূমি ও তেল সম্পদকে কার্যত ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি’ হিসেবে করেছেন, যা জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের মৌলিক নীতির পরিপন্থী। তিনি ওয়াশিংটনকে জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান।
ভেনেজুয়েলার কূটনীতিক হোয়াইট হাউসের অবস্থানকে সভ্য আচরণের বিরুদ্ধে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি উনবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদী চিন্তাধারায় ফিরে যাওয়ার ইঙ্গিত দেয়। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ট্রাম্প ইতিহাসের ঘড়ি পিছিয়ে ভেনেজুয়েলায় নতুন করে উপনিবেশ চাপিয়ে দিতে চান।’
মনকাডা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে আনছে এবং আধুনিক সময়ে উপনিবেশবাদকে আগ্রাসনের অপরাধে রূপ দিচ্ছে। তিনি আরও বলেন, সরাসরি দখলের বদলে এখন নতুন ও ক্ষতিকর নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি ফিলিস্তিন ও পুয়ের্তো রিকোর মতো অঞ্চলের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং বলেন, বিদেশি আধিপত্য মানবাধিকারের সর্বজনীন ঘোষণার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

