ভারতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি এবং ভুয়া ভারতীয় নথিপত্র রাখার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কলকাতার একটি আদালত। বুধবার আদালত এ রায় ঘোষণা করে। প্রমাণের অভাবে আরেক অভিযুক্ত আব্দুল কালামকে খালাস দেয়া হয়েছে। তাদের সবাইকে নয় বছর আগে গ্রেপ্তার করা হয়। খবর টাইমস ইন্ডিয়ার।
দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন ফারুক, মো. রুবেল, মাওলানা ইউসুফ শেখ, মো. শহিদুল ইসলাম এবং জাবিরুল ইসলাম। এই ছয়জনকে নয় বছর আগে কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল।
মামলার সূত্রপাত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসটিএফ উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বাংলাদেশভিত্তিক জঙ্গি সংগঠন জেএমবির সদস্য এবং ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বোমা হামলার পরিকল্পনা করছিল।
এসটিএফ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ভুয়া ভারতীয় নথি, বিস্ফোরক তৈরির উপকরণ এবং যোগাযোগ রেকর্ড পাওয়া গিয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মামলা চলাকালীন আদালতে নিজেদের দোষ স্বীকার করে নেন তারা।


আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, বিপাকে পাকিস্তানি ট্রাক চালকরা