আমার দেশ

নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত

আমার দেশ অনলাইন
নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত

ইরান-ইসরাইল যুদ্ধ বেড়ে যাওয়ায় নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। বুধবার দেশটি এ অপারেশন শুরু করেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এ অপারেশনের লক্ষ্য হচ্ছে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা। ইরানের অভ্যন্তরে ইসরাইল সামরিক হামলা এবং সংঘাতের বিস্তৃত পরিসর ঘিরে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সরকার ঘনিষ্ঠভাবে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে এবং গত কয়েক দিন ধরেই ইরানে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বিজ্ঞাপন

উদ্ধার তৎপরতার প্রথম ধাপে, উত্তর ইরানে অবস্থানরত ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এবং তাদের আর্মেনিয়ায় সীমান্ত পার করানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় যারা এখনো আছেন তাদের সাহায্য ও নির্দেশনা প্রদানের জন্য জরুরি হেল্পলাইনগুলো চালু রয়েছে। সরকার ইরানি এবং আর্মেনিয়ান কর্তৃপক্ষকে সরিয়ে নেয়ার প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে।

গত ১৫ জুনই, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানে থাকা সকল ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রহের জন্য দূতাবাসের সোশ্যাল মিডিয়া অনুসরণ করতে বলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন