আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ১৪

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ১৪
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি হলেও গাজায় থামছে না ইসরাইলের বর্বর হামলা। বৃহস্পতিবারও গাজাজুড়ে হামলা চালায় দখলদার বাহিনী। এতে পাঁচ শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ কথা জানায় আল জাজিরা।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে ইসরাইলি হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এসব তাঁবুতে বাস করে।

বিজ্ঞাপন

গাজা সিটির জেইতুন এলাকায় আরেকটি ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছে। মধ্য গাজার বুরেইজ ও নুসেইরাত এলাকায়ও হামলা হয়েছে। এসব হামলায় নিহত হয়েছে চারজন।

এছাড়া উত্তর গাজার জাবালিয়া এলাকায় হামসা হাউসু নামে ১১ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশু ইসরাইলি গুলিতে নিহত হয়েছে।

তার চাচা খামিস হাউসু বলেছেন, চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন, হামসা মেঝেতে পড়ে আছে, তার নাক ও মুখ দিয়ে রক্ত ​​বের হচ্ছে।’

গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরাইলের সামরিক আগ্রাসন থামেনি।

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) বৃহস্পতিবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে ইসরাইল কোনো যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করে না এবং ফিলিস্তিনিদের নির্মূল ও বাস্তুচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্বাসঘাতকতা এবং মিথ্যা নিরাপত্তা অজুহাতের ওপর নির্ভর করে।’

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ২০৬ জন আহত হয়েছে।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন