
আমার দেশ অনলাইন

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন পেয়েছেন । রোববার ব্রুকলিনের উইলিয়ামসবার্গে অনুষ্ঠিত এক জনসভায় হারেদি ইহুদিদের সাতমার হাসিদিক সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর প্রভাবশালী রাবি মোশে ইন্দিগ প্রকাশ্যে মামদানির পক্ষে অবস্থান নেন।
সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাবি ইন্দিগ এর আগে জুন মাসের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন। বর্তমানে কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং জরিপে মামদানির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্দিগের এই নতুন অবস্থানকে অনেকে মনে করছেন—ইসরাইল প্রশ্নে বিভক্ত অর্থোডক্স ভোটব্যাংকের নতুন পুনর্গঠন।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাব্বি ইন্দিগ মামদানিকে ‘খুব ভালো ও বিনয়ী মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি আমাকে বলেছেন, তিনি ইহুদি-বিরোধী নন এবং শহরের সব সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।’ যদিও মামদানির ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে কিছু হারেদি নেতা অসন্তুষ্ট, তবু ইন্দিগের মতে, ‘মেয়র হিসেবে তার সঙ্গে কোনও সমস্যা হবে না।’
কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, ইহুদি ভোটারদের ৬০ শতাংশ কুওমোকে সমর্থন করলেও মামদানির পক্ষে আছেন ১৬ শতাংশ। তবে সাতমার আহরোনিম গোষ্ঠীর ভোটব্যাংক প্রভাবশালী—২০১৩ সালে তারা বিল ডি ব্লাসিওকে প্রায় ৭,৫০০ ভোট দিয়ে জয়ী হতে সহায়তা করেছিল। তাই পর্যবেক্ষকরা বলছেন, এই সমর্থন মামদানির জন্য নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন পেয়েছেন । রোববার ব্রুকলিনের উইলিয়ামসবার্গে অনুষ্ঠিত এক জনসভায় হারেদি ইহুদিদের সাতমার হাসিদিক সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর প্রভাবশালী রাবি মোশে ইন্দিগ প্রকাশ্যে মামদানির পক্ষে অবস্থান নেন।
সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাবি ইন্দিগ এর আগে জুন মাসের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন। বর্তমানে কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং জরিপে মামদানির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্দিগের এই নতুন অবস্থানকে অনেকে মনে করছেন—ইসরাইল প্রশ্নে বিভক্ত অর্থোডক্স ভোটব্যাংকের নতুন পুনর্গঠন।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাব্বি ইন্দিগ মামদানিকে ‘খুব ভালো ও বিনয়ী মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি আমাকে বলেছেন, তিনি ইহুদি-বিরোধী নন এবং শহরের সব সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।’ যদিও মামদানির ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে কিছু হারেদি নেতা অসন্তুষ্ট, তবু ইন্দিগের মতে, ‘মেয়র হিসেবে তার সঙ্গে কোনও সমস্যা হবে না।’
কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, ইহুদি ভোটারদের ৬০ শতাংশ কুওমোকে সমর্থন করলেও মামদানির পক্ষে আছেন ১৬ শতাংশ। তবে সাতমার আহরোনিম গোষ্ঠীর ভোটব্যাংক প্রভাবশালী—২০১৩ সালে তারা বিল ডি ব্লাসিওকে প্রায় ৭,৫০০ ভোট দিয়ে জয়ী হতে সহায়তা করেছিল। তাই পর্যবেক্ষকরা বলছেন, এই সমর্থন মামদানির জন্য নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

স্বর্ণের এই মজুদ পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। বিষয়টি ইতোমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে।
২ ঘণ্টা আগে
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগি (স্থানীয় নাম টিনো)-এর তাণ্ডবে ৪০ মারা গেছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি ডুবে গেছে, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
কেনিয়ার আম্বোসেলি অঞ্চলের ভোরবেলা এখন পাখি ডাকাডাকির পাশাপাশি ড্রোনের গুঞ্জনেও মুখরিত। এই ছোট উড়ন্ত যন্ত্রগুলো মানুষ ও হাতির দীর্ঘদিনের সংঘাতে নতুন এক বন্ধু হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে ফাতাহসহ সব ফিলিস্তিনি দলকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনা হবে। তারা দাবি করেন, ‘অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আর পিছু হটার সুযোগ নেই।’ বিশ্লেষকরা মনে করেন, ফাতাহের এই সিদ্ধান্ত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবিকেও জোরদার করবে, কারণ তারাও এতদিন ফিলিস
৩ ঘণ্টা আগে