আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের সমর্থন কেন পেলেন মামদানি

আমার দেশ অনলাইন

অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের সমর্থন কেন পেলেন মামদানি
ছবি সংগৃহিত।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন পেয়েছেন । রোববার ব্রুকলিনের উইলিয়ামসবার্গে অনুষ্ঠিত এক জনসভায় হারেদি ইহুদিদের সাতমার হাসিদিক সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর প্রভাবশালী রাবি মোশে ইন্দিগ প্রকাশ্যে মামদানির পক্ষে অবস্থান নেন।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রাবি ইন্দিগ এর আগে জুন মাসের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন। বর্তমানে কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং জরিপে মামদানির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্দিগের এই নতুন অবস্থানকে অনেকে মনে করছেন—ইসরাইল প্রশ্নে বিভক্ত অর্থোডক্স ভোটব্যাংকের নতুন পুনর্গঠন।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাব্বি ইন্দিগ মামদানিকে ‘খুব ভালো ও বিনয়ী মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি আমাকে বলেছেন, তিনি ইহুদি-বিরোধী নন এবং শহরের সব সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।’ যদিও মামদানির ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে কিছু হারেদি নেতা অসন্তুষ্ট, তবু ইন্দিগের মতে, ‘মেয়র হিসেবে তার সঙ্গে কোনও সমস্যা হবে না।’

কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, ইহুদি ভোটারদের ৬০ শতাংশ কুওমোকে সমর্থন করলেও মামদানির পক্ষে আছেন ১৬ শতাংশ। তবে সাতমার আহরোনিম গোষ্ঠীর ভোটব্যাংক প্রভাবশালী—২০১৩ সালে তারা বিল ডি ব্লাসিওকে প্রায় ৭,৫০০ ভোট দিয়ে জয়ী হতে সহায়তা করেছিল। তাই পর্যবেক্ষকরা বলছেন, এই সমর্থন মামদানির জন্য নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন