মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি প্রকল্প চালু করেছেন যার ফলে বিত্তশালী বিদেশিরা দ্রুত গতিতে যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন। এই ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্পের জন্য বিদেশি অভিবাসীদের ব্যয় করতে হবে কমপক্ষে ১০ লাখ ডলার। ‘গোল্ড কার্ড’ ভিসা ক্রেতাদের জন্য সরাসরি মার্কিন নাগরিকত্বের দুয়ার খুলে দেবে। খবর বিবিসির।
বুধবার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এই কার্ড সকল যোগ্য এবং যাচাইকৃত ক্রেতাদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ খুলে দেবে। খুবই দারুণ ব্যাপার! আমাদের মার্কিন কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিভা ধরে রাখতে পারবে।’
‘ট্রাম্প গোল্ড কার্ড’ এই বছরের শুরুর দিকে প্রথমবার ঘোষণা করা হয়েছিল। এই ভিসা তাদেরকেই দেয়া হবে, যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে ‘যথেষ্ট সুযোগ-সুবিধা’ প্রদান করবে।’
এই প্রকল্পের ঘোষণা এমন সময় দেয়া হলো, যখন ওয়াশিংটন তার অভিবাসন নীতি কঠোর করেছে, যার মধ্যে রয়েছে কর্মী ভিসা ফি বৃদ্ধি এবং অননুমোদিত অভিবাসীদের বহিষ্কার করা।
ফেব্রুয়ারিতে প্রথম ঘোষণার পর ‘গোল্ড কার্ড’ প্রকল্পটি সমালোচনার মুখে পড়ে। কোনো কোনো ডেমোক্র্যাট বলেছেন, এটি অন্যায্যভাবে ধনী ব্যক্তিদের প্রতি পক্ষপাতিত্ব করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯টি দেশের, বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের, অভিবাসন আবেদন স্থগিত করেছে। সরকার আশ্রয় আবেদনের সকল সিদ্ধান্তও স্থগিত করেছে।
আরএ


যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা দিলো ভেনেজুয়েলা