আমার দেশ অনলাইন
কয়েকদিন শান্ত থাকার পর সীমান্তে আবারো সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত পোস্ট এবং ৬টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর জিও নিউজের।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কুররাম জেলায় পাকিস্তানের সীমান্তবর্তী ঘাঁটিতে আফগান তালেবান এবং ফিতনা আল-খাওয়ারিজ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে একাধিক তালেবান পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জিও নিউজকে জানিয়েছে, সংঘাত শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনাপোস্ট ধ্বংস করে পাকিস্তানের সেনারা। এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েক জন নিহত ও আহত হন, বাকিরা পালিয়ে যায়।
শামশাদ পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনা পোস্ট নার্গসার ধ্বংস করে পাকিস্তান। এই পোস্টটিতে ট্যাংক মোতায়েন করেছিল আফগান সেনারা। পাক সেনাসূত্রে জানা গেছে, নার্গসার পোস্টে অন্তত ৪টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
কুররাম সেক্টরে আরেকটি সংঘর্ষে, একটি চলমান ট্যাঙ্ককে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করা হয়।
অভিযানের সময় ফিতনা-আল-খাওয়ারিজের প্রশিক্ষণ শিবির সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শামশাদ পোস্টে তীব্র সংঘর্ষে আরেকটি ট্যাঙ্ক পোস্ট ধ্বংস করা হয়।
নিরাপত্তা সূত্রগুলি আরো নিশ্চিত করেছে যে আফগানিস্তানের খোস্ত প্রদেশের নার্গাসার পোস্টে আরেকটি ট্যাঙ্ক এর ক্রুসহ ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের বাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমান্তের প্রতি ইঞ্চি রক্ষা করতে সক্ষম।
আরএ
কয়েকদিন শান্ত থাকার পর সীমান্তে আবারো সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত পোস্ট এবং ৬টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর জিও নিউজের।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কুররাম জেলায় পাকিস্তানের সীমান্তবর্তী ঘাঁটিতে আফগান তালেবান এবং ফিতনা আল-খাওয়ারিজ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে একাধিক তালেবান পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জিও নিউজকে জানিয়েছে, সংঘাত শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনাপোস্ট ধ্বংস করে পাকিস্তানের সেনারা। এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েক জন নিহত ও আহত হন, বাকিরা পালিয়ে যায়।
শামশাদ পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনা পোস্ট নার্গসার ধ্বংস করে পাকিস্তান। এই পোস্টটিতে ট্যাংক মোতায়েন করেছিল আফগান সেনারা। পাক সেনাসূত্রে জানা গেছে, নার্গসার পোস্টে অন্তত ৪টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
কুররাম সেক্টরে আরেকটি সংঘর্ষে, একটি চলমান ট্যাঙ্ককে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করা হয়।
অভিযানের সময় ফিতনা-আল-খাওয়ারিজের প্রশিক্ষণ শিবির সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শামশাদ পোস্টে তীব্র সংঘর্ষে আরেকটি ট্যাঙ্ক পোস্ট ধ্বংস করা হয়।
নিরাপত্তা সূত্রগুলি আরো নিশ্চিত করেছে যে আফগানিস্তানের খোস্ত প্রদেশের নার্গাসার পোস্টে আরেকটি ট্যাঙ্ক এর ক্রুসহ ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের বাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমান্তের প্রতি ইঞ্চি রক্ষা করতে সক্ষম।
আরএ
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৩ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৪ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৪ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
৪ ঘণ্টা আগে