জাপানে বার্ড ফ্লুর হানায় ৫০ হাজার মুরগি নিধন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯: ১৫

জাপানে নতুন বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার জেরে দেশটিতে ৫০ হাজার মুরগি নিধন শুরু করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এর আগে দেশটির উত্তরের আইওয়া অঞ্চলের এক খামার থেকে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এ নিয়ে চলতি বছরে জাপানে ১৯ বারের মতো বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, নতুন করে মুরগির মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায়, এর জন্য বার্ড ফ্লু দায়ী।

সংক্রমণ রোধে ৫০ হাজার মুরগি নিধন শুরু হয়েছে। অন্যদিকে আইওয়ায় সংক্রমিত খামারের তিন কিলোমিটারের মধ্যে দুটি খামারের এক লাখ ৭০ হাজার মুরগিকে ওই খামারগুলোতে আবদ্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংক্রমিত খামারের ১০ কিলোমিটারের মধ্যে থাকা ৩৮ লাখ মুরগিকেও খামারবদ্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি আইওয়ায় একটি ও মধ্য আইচি অঞ্চলের অন্য একটি খামারে বার্ড ফ্লুর সংক্রমণে যথাক্রমে এক লাখ ২০ হাজার ও এক লাখ ৪৭ হাজার মুরগি মারা যায়।

গত ২৯ ডিসেম্বর জাপানের পূর্ব আইবারাকির একটি খামারে সংক্রমণে অন্তত ১০ লাখ আট হাজার মুরগি মারা যায়।

বিষয়:

মুরগি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত