আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩ জনের মৃত্যু, ১০ হাজার ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩ জনের মৃত্যু, ১০ হাজার ফ্লাইট বাতিল

মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তুষারঝড়। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত বিদ্যুদ্বিচ্ছিন্ন প্রায় ৯ লাখ গ্রাহক। বাতিল হয়েছে ১০ হাজার ফ্লাইট। খবর বিবিসির।

জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বৈরী পরিবেশের কারণে সারা দেশে স্কুল ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসে মারা গেছেন আরো একজন।

রোববার বিকেল পর্যন্ত প্রায় ৯ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দেশজুড়ে ১০ হাজরের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্যাপক তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টিপাত কয়েক দিন স্থায়ী হতে পারে। এই বৈরী আবহাওয়া দেশটির অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে প্রভাবিত করতে পারে।

জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস নিউজকে বলেন, ‘বরফ গলবে খুব ধীরগতিতে এবং খুব দ্রুত সরে যাবে না। এতে বরফ সরানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...