সিরিয়ার সেনা ব্যারাকে ইসরাইলের অভিযান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১: ০৭

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিম এলাকা কিসওয়ায় একটি সাবেক সেনা ব্যারাকে একাধিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার একথা নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া। খবর আল জাজিরার।

হামলার ভিডিও চিত্রের সতত্য যাচাই করেছে আল জাজিরা। ভিডিওতে দেখা যায়, বুধবার কিসওয়া গ্রামে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, সিরিয়ার একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী চারটি হেলিকপ্টার ব্যবহার করে সেনা ব্যারাকে অভিযান পরিচালনা করেছে। অভিযানে সেনারা তল্লাশি সরঞ্জাম নিয়ে আসে এবং তারা দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে। তবে এ অভিযানে সিরিয়ার সেনাদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি।

সিরিয়ার কিসওয়ার কাছে ইসরাইলি ড্রোন হামলায় ছয় সেনা নিহত হওয়ার একদিন পর এ অভিযান চালাল ইসরাইল।

বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি বলেছেন, ইসরাইলের এসব সামরিক অনুপ্রবেশ মূলত তাদের বিস্তারবাদী ও বিভাজন পরিকল্পনার অংশ।

ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরাইল সিরিয়াজুড়ে সামরিক স্থাপনা এবং সম্পদ লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। তারা বাফার জোন এলাকা দখল করে সিরিয়ার গোলান মালভূমিতে তাদের দখলদারিত্ব আরো বাড়িয়েছে, যা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে করা বিচ্ছিন্নতা চুক্তির লঙ্ঘন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত