আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মায়াপুরের ইসকন-কাশি মন্দির হয়ে পুরিগামী

ভারতে বাংলাদেশি ৭০ তীর্থযাত্রী বাস দুর্ঘটনার কবলে

স্টাফ রিপোর্টার
ভারতে বাংলাদেশি ৭০ তীর্থযাত্রী বাস দুর্ঘটনার কবলে

ভারতে ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে বাংলাদেশি ৭০ তীর্থযাত্রীসহ বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটি উলটে এক তীর্থযাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি উলটে যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওড়িশা টিভি প্রতিবেদন, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশী ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশী। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশীরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উলটে যায়। কী কারণে এ দুর্ঘটনা ঘটল তা নিরূপণে তদন্ত করছে পুলিশ। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন