ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ান কূটনীতিকদের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার পর, মস্কোও প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে এসব পদক্ষেপ সাধারণ ভ্রমণকারী বা পর্যটকদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি মেশকভ।
বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রসিয়া-২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইইউর নতুন বিধিনিষেধ ২৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হলেও, মস্কো এর আগেই নিজের প্রতিক্রিয়া ঘোষণা করবে।
মেশকভ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের মতো আমরা সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাই না। তবে রাশিয়ান কূটনীতিকদের চলাচলে বিধিনিষেধ আরোপের বিপরীতে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবো, যা পর্যটন বা সাধারণ ভ্রমণে বাধা সৃষ্টি করবে না।”
তিনি জানান, ইইউর এই সিদ্ধান্ত নিরাপত্তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি ইউরোপজুড়ে রাশিয়ান দূতাবাসগুলোর স্বাভাবিক কাজগুলোকে জটিল করে তুলবে।
ইইউর ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ হিসেবে আরোপিত নতুন বিধিনিষেধ অনুযায়ী, রাশিয়ান কূটনীতিকরা শুধুমাত্র তাদের নিযুক্ত রাষ্ট্রের ভেতরে চলাচল করতে পারবেন। অন্য কোনো ইইউ দেশে ভ্রমণ বা ট্রানজিটের ক্ষেত্রে কর্তৃপক্ষকে আগাম জানাতে হবে এবং প্রয়োজনে পূর্ব অনুমোদন নিতে হবে।
চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর ওপর চাপ বাড়াতে এসব পদক্ষেপ নিয়েছে ইইউ।

