ট্যালকম পাউডারে ক্যানসার সৃষ্টি

জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৯: ১৪

জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টি করে-এমন অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি জুরি কোম্পানিটিকে দোষী সাব্যস্ত করে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে। খবর : রয়টার্স

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুর ২০২১ সালে ক্যানসারে মারা যান। একই বছর তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করে অভিযোগ আনে যে, কোম্পানির উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টি করে। তাদের বেবি পাউডার ও অন্যান্য ট্যালকম পণ্য ব্যবহারের পর মে মুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার রাতে জুরি বোর্ড রায় দেয় যে, কোম্পানিটি ১.৬ কোটি ডলার (১৬ মিলিয়ন) ক্ষতিপূরণ এবং ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দেবে। আদালতের নথি অনুযায়ী কোম্পানির ট্যালকম বেবি পাউডার পণ্যে অ্যাসবেস্টস ফাইবার ছিল, যা মে মুর বিরল ক্যানসার রোগের কারণ।

মুর পরিবারের আইনজীবী ট্রে ব্রানহ্যাম রায়ের পর বলেন, আমরা আশাবাদী জনসন অ্যান্ড জনসন অবশেষে এসব মৃত্যুর দায় স্বীকার করবে।

জনসন অ্যান্ড জনসনের বৈশ্বিক মামলাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেছেন, কোম্পানি অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এই রায়কে ‘চূড়ান্তভাবে বেআইনি ও অযৌক্তিক’ বলে অভিহিত করেন তিনি।

হাস আরো বলেন, মুর মামলায় বাদীপক্ষের আইনজীবীরা তথাকথিত ‘ভুয়া বিজ্ঞান’-এর ভিত্তিতে যে যুক্তি উপস্থাপন করেছেন, তা জুরির সামনে কখনোই উপস্থাপন করা উচিত ছিল না।

এই রায় আপিলের মাধ্যমে কমে যেতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মতে, সাধারণত শাস্তিমূলক দণ্ড ক্ষতিপূরণের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত