ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০: ০৯
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১০: ১২
ছবি: বিবিসি

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পুতিনের সাথে ফোনালাপের পর তিনি জানান, শিগগিরই তারা হাঙ্গেরিতে বৈঠকে বসবেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে এবং হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় বসতে সম্মত হয়েছেন তারা।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ওয়াশিংটন এবং মস্কোর প্রতিনিধিদল আগামী সপ্তাহে দেখা করবে।

ট্রাম্প হাঙ্গেরিতে পুতিনের সাথে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেননি।

ক্রেমলিনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, ‘আলোচনা অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য হয়েছে। অবিলম্বে বৈঠক আয়োজনে কাজ শুরু হবে।’

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে তিনি ‘দুই সপ্তাহের মধ্যে’ পুতিনের সাথে দেখা করবেন বলে আশা করছেন।

পুতিনের সাথে তার ফোনালাপের পর ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা টমাহকের মার্কিন মজুদ ‘নিঃশেষ করতে পারি না’।

এদিকে, ওয়াশিংটন সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জেলেনস্কি বলেন, ‘টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা শোনা মাত্রই মস্কো সংলাপ পুনরায় শুরু করতে তাড়াহুড়ো করছে।’

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত