ধনকুবের বেজোসের বিলাসবহুল বিয়ে: ভেনিসে তারকাদের মেলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৪: ২৩

বিশ্বের শীর্ষ ধনীদের একজন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মার্কিন সাংবাদিক লরেন সানচেজের স্বপ্নময় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির বিখ্যাত পর্যটন শহর ভেনিসে। তিন দিনব্যাপী এই বিয়ের জমকালো আয়োজনে হাজির হয়েছেন বিশ্বের নানা প্রান্তের তারকা, রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে বিয়ের উৎসব। ইতোমধ্যে ভেনিসে পৌঁছেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, জর্ডানের রানি রানিয়া, মার্কিন টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, কিম কার্দাশিয়ান ও ক্রিস জেনার।

এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার মঙ্গলবারই ভেনিসে এসে পৌঁছেছেন। তারা শহরের নানা ঐতিহাসিক স্থাপনায় ঘোরাঘুরি ও কেনাকাটা করে সময় কাটিয়েছেন।

জানা গেছে, এই বিয়েতে মোট খরচ হতে পারে আনুমানিক ৫ কোটি মার্কিন ডলার। বুধবার হেলিকপ্টারে করে ভেনিসে পৌঁছান বেজোস (৬১) ও সানচেজ (৫৫)। তারা উঠেছেন ভেনিসের বিখ্যাত বিলাসবহুল আমান হোটেলের একটি স্যুইটে, যেখান থেকে দেখা যায় মনোমুগ্ধকর গ্র্যান্ড ক্যানেল। এই কক্ষের এক রাতের ভাড়া প্রায় ৪ হাজার ৬৮৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা।

আজ শুক্রবার, সান জর্জিও ম্যাজিওরে দ্বীপে সম্পন্ন হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। আগামীকাল শনিবার, আর্সেনালে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর অনুষ্ঠান।

বিশ্বজুড়ে নজর কাড়া এই বিলাসবহুল বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই একে ‘২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় সেলিব্রিটি বিয়ে’ হিসেবে বিবেচনা করছেন।

সূত্র: রয়টার্স

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত