গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০: ৩২
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি একথা জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এরআগে, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় চুক্তির প্রথম পর্যায়ের আওতায় ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘২০ জন জিম্মি ফিরে এসেছেন এবং এটা খুবই ভালো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একটি বড় সংকট শেষ হয়েছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী লাশ ফিরিয়ে আনা হয়নি। দ্বিতীয় পর্যায় এখনই শুরু হচ্ছে।’

সোমবার মিশরে ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে গাজা শান্তি সম্মেলনে যুদ্ধবিরিত চুক্তি স্বাক্ষর হয়। এতে যোগ দিয়েছিলেন বিশ্বনেতারা।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলের সামরিক অভিযানে গাজা উপত্যকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত