কম্বোডিয়ায় পাচার হওয়া ৮০ দক্ষিণ কোরীয় এখনো নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১: ১৫
ছবি: সংগৃহীত

প্রতারণার শিকার হয়ে কম্বোডিয়ায় পাচার হওয়া দক্ষিণ কোরিয়ানদের মধ্যে ৮০ জন এখনো নিখোঁজ বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করে।

সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে দেশটির ৩৩০ নাগরিক কম্বোডিয়ায় প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছে। আগস্ট পর্যন্ত প্রায় ৮০ জনের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞাপন

যেকোনো ভুল এড়াতে মন্ত্রণালয় থেকে পুলিশের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের চেহারা যাচাই করে দেখা হচ্ছে বলেও এএফপিকে জানান ওই কর্মকর্তা।

সম্প্রতি কম্বোডিয়ায় স্থানীয় অপরাধচক্র কর্তৃক অপহৃত ও নির্যাতিত হয়ে দক্ষিণ কোরিয়ান কলেজছাত্রের মৃত্যুর ঘটনা দেশটিকে হতবাক করে।

সাম্প্রতিক অপহরণের ঘটনাগুলো দক্ষিণ কোরিয়ানদের জন্য উল্লেখযোগ্য ক্ষতি করছে বলে মঙ্গলবার মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার (আজ) দেশটির দ্বিতীয় উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি যৌথ উদ্ধারকারী দল কম্বোডিয়ায় পাঠানো হবে।

২০২৩ সালে কম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়ানদের অপহরণ ও আটক রাখার ২১টি ঘটনা ঘটেছিল। গত বছর এ ধরনের ২২১টি ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ। চলতি বছরের আগস্ট পর্যন্ত সেটা ১৫ গুণে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার এসব নাগরিক উচ্চ বেতনের চাকরির প্রস্তাবে প্রলুব্ধ হয়ে প্রতারিত হন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত