আন্তর্জাতিক ডেস্ক
প্রতারণার শিকার হয়ে কম্বোডিয়ায় পাচার হওয়া দক্ষিণ কোরিয়ানদের মধ্যে ৮০ জন এখনো নিখোঁজ বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করে।
সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে দেশটির ৩৩০ নাগরিক কম্বোডিয়ায় প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছে। আগস্ট পর্যন্ত প্রায় ৮০ জনের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।
যেকোনো ভুল এড়াতে মন্ত্রণালয় থেকে পুলিশের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের চেহারা যাচাই করে দেখা হচ্ছে বলেও এএফপিকে জানান ওই কর্মকর্তা।
সম্প্রতি কম্বোডিয়ায় স্থানীয় অপরাধচক্র কর্তৃক অপহৃত ও নির্যাতিত হয়ে দক্ষিণ কোরিয়ান কলেজছাত্রের মৃত্যুর ঘটনা দেশটিকে হতবাক করে।
সাম্প্রতিক অপহরণের ঘটনাগুলো দক্ষিণ কোরিয়ানদের জন্য উল্লেখযোগ্য ক্ষতি করছে বলে মঙ্গলবার মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার (আজ) দেশটির দ্বিতীয় উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি যৌথ উদ্ধারকারী দল কম্বোডিয়ায় পাঠানো হবে।
২০২৩ সালে কম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়ানদের অপহরণ ও আটক রাখার ২১টি ঘটনা ঘটেছিল। গত বছর এ ধরনের ২২১টি ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ। চলতি বছরের আগস্ট পর্যন্ত সেটা ১৫ গুণে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার এসব নাগরিক উচ্চ বেতনের চাকরির প্রস্তাবে প্রলুব্ধ হয়ে প্রতারিত হন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
প্রতারণার শিকার হয়ে কম্বোডিয়ায় পাচার হওয়া দক্ষিণ কোরিয়ানদের মধ্যে ৮০ জন এখনো নিখোঁজ বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করে।
সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে দেশটির ৩৩০ নাগরিক কম্বোডিয়ায় প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছে। আগস্ট পর্যন্ত প্রায় ৮০ জনের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।
যেকোনো ভুল এড়াতে মন্ত্রণালয় থেকে পুলিশের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের চেহারা যাচাই করে দেখা হচ্ছে বলেও এএফপিকে জানান ওই কর্মকর্তা।
সম্প্রতি কম্বোডিয়ায় স্থানীয় অপরাধচক্র কর্তৃক অপহৃত ও নির্যাতিত হয়ে দক্ষিণ কোরিয়ান কলেজছাত্রের মৃত্যুর ঘটনা দেশটিকে হতবাক করে।
সাম্প্রতিক অপহরণের ঘটনাগুলো দক্ষিণ কোরিয়ানদের জন্য উল্লেখযোগ্য ক্ষতি করছে বলে মঙ্গলবার মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার (আজ) দেশটির দ্বিতীয় উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি যৌথ উদ্ধারকারী দল কম্বোডিয়ায় পাঠানো হবে।
২০২৩ সালে কম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়ানদের অপহরণ ও আটক রাখার ২১টি ঘটনা ঘটেছিল। গত বছর এ ধরনের ২২১টি ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ। চলতি বছরের আগস্ট পর্যন্ত সেটা ১৫ গুণে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার এসব নাগরিক উচ্চ বেতনের চাকরির প্রস্তাবে প্রলুব্ধ হয়ে প্রতারিত হন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে