আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা যুদ্ধের শামিল হবে: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা যুদ্ধের শামিল হবে: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার সতর্ক করে বলেছেন, রাশিয়ার সম্পদ সরাসরি বাজেয়াপ্ত করা হলে তা যুদ্ধের শামিল হবে এবং এর ফলে ইউরোপের আর্থিক ব্যবস্থায় গুরুতর সংকট তৈরি হতে পারে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ‘ইউক্রেনীয় ব্রেকফাস্ট ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়। তাই একতরফাভাবে রাশিয়ার সম্পদ জব্দ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং নজিরবিহীন ঘটনা হবে।

বিজ্ঞাপন

ডি ওয়েভার বলেন, ‘আপনি হঠাৎ করে কারো অর্থ নিয়ে নিতে পারেন না। ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধে নেই। এই ধরনের পদক্ষেপ যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত হবে এবং ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত নেই।’

তিনি জানান, বর্তমানে ইউরোপ রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সম্পদ অচল করে রেখেছে, যার বেশিরভাগই বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ারের মাধ্যমে সংরক্ষিত রয়েছে। তবে এসব সম্পদ এখনো বাজেয়াপ্ত করা হয়নি।

ডি ওয়েভারের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও অচল সম্পদ বাজেয়াপ্ত করা হয়নি। এখন যদি তা করা হয়, তাহলে ইউরোজোনের আর্থিক ব্যবস্থার ওপর আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরো সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি ইউরোপ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, তাহলে বাজেয়াপ্ত সম্পদ ফেরত দিতে বাধ্য হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলবে।

তবে ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে ইউরোপের দায়িত্বের কথা স্বীকার করে ডি ওয়েভার জানান, ইউরোপীয় ইউনিয়ন চলতি বছর ও আগামী বছরের জন্য ইউক্রেনকে প্রায় ৯০ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তার মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার সম্পদ অচলই থাকবে এবং শান্তি চুক্তির সময় সেই সম্পদ ইউক্রেনের পুনর্গঠন ও ঋণ পরিশোধে ব্যবহৃত হবে।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রায় ২১০ বিলিয়ন ইউরো মূল্যের রাশিয়ান সম্পদ আটকে রয়েছে। ইইউ ওই সম্পদ থেকে আয় ইউক্রেনকে সহায়তার জন্য ব্যবহারের প্রস্তাব দিলেও বেলজিয়াম বরাবরই এ নিয়ে আইনি ও আর্থিক ঝুঁকির কথা তুলে ধরছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...