আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: রুবিও

আমার দেশ অনলাইন
গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: রুবিও

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও বলেছেন, গাজার যুদ্ধ "এখনও শেষ হয়নি" এবং এই মুহূর্তের সর্বোচ্চ অগ্রাধিকার হলো নিরাপদ উপায়ে হামাস কর্তৃক আটক সমস্ত জিম্মিকে মুক্ত করা।

রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জিম্মিদের মুক্তি প্রথম পর্যায়ে ঘটবে; এরপর গাজার ভবিষ্যৎ কী ঘটবে তার বিশদ এখনও নির্ধারণ করা বাকি।

রুবিওর ভাষ্যমতে, হামাস নীতিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ও জিম্মি মুক্তির কাঠামোর সঙ্গে একমত হয়েছে এবং সরবরাহ সমন্বয়ের লক্ষ্যে প্রাথমিক বৈঠক চলছে। তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ার অনেক টেকনিক্যাল কাজ এখনও বাকি আছে এবং হামাস যে কতটা গম্ভীর তা মার্কিন যুক্তরাষ্ট্র “খুব দ্রুত” পর্যবেক্ষণ করবে।

রুবিও বলেন ,“প্রথম অগ্রাধিকারে — আমরা আশা করছি দ্রুত কিছু অর্জন করবো — তা হলো সমস্ত জিম্মিদের মুক্তি; বিনিময়ে ইসরাইল হলুদ রেখায় ফিরে যাবে,”। এখানে ‘হলুদ রেখা’ বলতে তিনি গাজার মাঝামাঝি পজিশনগুলোর একটি নির্দিষ্ট সীমানা বোঝান, যেখানে আগস্টের মাঝামাঝি সময়ে ইসরাইল সক্রিয় ছিল।

রুবিও যোগ করেন যে জিম্মিদের মুক্তির পরে গাজার দীর্ঘমেয়াদি পুনর্গঠনের বিষয়টি “আরও কঠিন” হবে।

রুবিও আরো বলেন, জিম্মি মুক্তির প্রাথমিক সমঝোতা কিভাবে কার্যকর হবে, তার প্রযুক্তিগত ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় এখনই চালু রয়েছে এবং আন্তর্জাতিক অংশীদার ও মধ্যস্থতাকারীরা এ প্রক্রিয়ায় যুক্ত আছেন। তবে রুবিও স্পষ্ট করেননি যে মুক্তিপ্রক্রিয়া সম্পন্ন হলে গাজার ভবিষ্যত প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর চূড়ান্ত রূপরেখা কী হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন