গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছে না ইরান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২: ৫৬
ছবি: সংগৃহীত

মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছে না ইরান। সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ (সোমবার) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে গাজা যুদ্ধ বন্ধে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আজ (সোমবার) সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আরাগচি বলেন, ‘সম্মেলনে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বা আমি কেউই এমন কোনো প্রতিপক্ষের সঙ্গে বসতে পারি না যারা ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে এবং আমাদের হুমকি দিচ্ছে ও নিষেধাজ্ঞা জারি করেছে।’

বিজ্ঞাপন

জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হামলায় ওয়াশিংটন সংক্ষিপ্তভাবে ইসরাইলের সঙ্গে যোগ দিয়েছিল।

আরাগচি আরো বলেন, তেহরান গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার যে কোনো উদ্যোগকে সমর্থন করে।

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে- এমন অভিযোগে চলতি বছরের ১৩ জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।

ইরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ‘ট্রু প্রমিজ থ্রি’ নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত