ইসরাইল পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে: এরদোয়ান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১৮: ৩০
আপডেট : ১৭ জুন ২০২৫, ১৮: ৪২

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরাইল- ইরান যুদ্ধের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন।

মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইল-ইরান সংঘাত ছাড়াও দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরাইলের ইরানে হামলা যে সহিংসতার ঘূর্ণি তৈরি করেছে, তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি এবং এই অঞ্চল আরেকটি যুদ্ধ বহন করার মতো অবস্থায় নেই।”

এরদোয়ান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক বিরোধ নিরসনের চাবিকাঠি হলো পুনরায় আলোচনায় ফেরা।

তিনি সতর্ক করে দেন, চলমান পরিস্থিতি যেন গাজার ভয়াবহ মানবিক সংকটকে ছাপিয়ে না যায়, কারণ তা হলে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমও ইসরাইলিদের দখলের ঝুঁকিতে পড়তে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত