আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারি বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া ১২ জন এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের খোঁজে উদ্ধারকারীরা তৎপর রয়েছে। শনিবার স্থানীয় এক সরকারি কর্মকর্তা খবরটি জানিয়েছেন।

ভূমিধস বৃহস্পতিবার সেন্ট্রাল জাভা প্রদেশের তিনটি গ্রামকে আঘাত করেছে। এতে কিছু বাড়ি ধ্বংস হয়েছে এবং অন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় উদ্ধারকর্মী প্রধান মুহাম্মদ আবদুল্লাহ এএফপিকে বলেন, “শনিবার বিকেল পর্যন্ত মৃতদেহের সংখ্যা ১১, আর ১২ জন এখনও খোঁজা হচ্ছে।”

উদ্ধার কাজে উদ্ধার অফিস, সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকসহ ৭০০-এর বেশি কর্মী অংশ নিয়েছেন। তিনি জানান, জাতীয় দুর্যোগ সংস্থার একজন মুখপাত্র প্রথমে জানিয়েছিলেন যে বৃহস্পতিবার দুইটি দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার আরেকটি এবং শনিবার আরও আটটি দেহ উদ্ধার করা হয়েছে।

সরকার খোঁজে এক্সকাভেটর এবং ট্র্যাকিং কুকুর ব্যবহার করেছে।

জাতীয় আবহাওয়া সংস্থা সপ্তাহের শুরুতে সতর্ক করেছিল যে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের কারণে হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগের ঝুঁকি রয়েছে।

নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলা বার্ষিক মনসুন মৌসুম সাধারণত ভূমিধস, তীব্র বন্যা ও পানি-জনিত রোগের ঝুঁকি বৃদ্ধি করে। জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমের ধরণ ও তীব্রতায় পরিবর্তন এসেছে, যার ফলে ভারি বর্ষণ, হঠাৎ বন্যা এবং শক্তিশালী বাতাসের ঝোড়ো প্রবাহ ঘটছে।

এ বছরের নভেম্বরের শুরুতে, পাপুয়ার একটি দূরবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন