আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরো এক জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আমার দেশ অনলাইন

আরো এক জিম্মির লাশ ফেরত দিলো হামাস
ছবি: টাইমস অব ইসরাইল

আরো এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস। সোমবার রাতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে লাশ হস্তান্তর করা হয়। এ নিয়ে ১৬ জন জিম্মির লাশ ফেরত দেয়া হলো। খবর টাইমস অব ইসরাইলের।

রেড ক্রস গাজার অভ্যন্তরে ইসরাইলি সেনাবাহিনীর কাছে ওই জিম্মির কফিন হস্তান্তর করে। এখন তার পরিচয় নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করা হবে।

বিজ্ঞাপন

যুদ্ধবিরতির আওতায় ২০ জন জীবিত জিম্মি ইসরাইলে ফিরেছেন। এছাড়া ২৮ জনের লাশ ফেরত দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে ১৬ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

ইসরাইলের অভিযোগ সব লাশ ফেরত না নিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হামাস।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে দুই বছরের যুদ্ধে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা দেহাবশেষ খুঁজে পেতে তাদের সাহায্যের প্রয়োজন।

এদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার কান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আট ফিলিস্তিনি নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন