আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার কলম্বিয়াকে হুমকি ট্রাম্পের, কিউবার পতনের ইঙ্গিত

আমার দেশ অনলাইন

এবার কলম্বিয়াকে হুমকি ট্রাম্পের, কিউবার পতনের ইঙ্গিত
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া বর্তমানে একজন “অসুস্থ মানুষের” দ্বারা পরিচালিত হচ্ছে।

এ সময় ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত। তিনি বলেন, “ভেনেজুয়েলা অসুস্থ, কলম্বিয়াও অসুস্থ—এটি এমন একজন ব্যক্তির নেতৃত্বে চলছে, যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে চায়। তবে সে বেশি দিন এটা চালিয়ে যেতে পারবে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন, কলম্বিয়ার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারে। এ বিষয়ে তিনি বলেন, “আমার কাছে এটা খারাপ কিছু মনে হচ্ছে না।”

এ ছাড়া কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ প্রয়োজন না-ও হতে পারে, কারণ কিউবা নিজস্ব দুর্বলতার কারণেই ভেঙে পড়ার পথে রয়েছে। তার দাবি, ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল কিউবার অর্থনীতি এখন বড় সংকটে পড়েছে।

ট্রাম্প বলেন, “কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। তাদের আর কোনো আয়ের উৎস নেই। ভেনেজুয়েলার তেল থেকেও তারা আর সুবিধা পাচ্ছে না। দেশটি কার্যত ভেঙে পড়ছে।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক কিউবান–আমেরিকান এই পরিস্থিতিতে সন্তুষ্ট হবেন।

সূত্র: ফিন্যান্সিয়াল পোস্ট

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...