আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাইজেরিয়ায় খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় নিহত ১২

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ায় খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় নিহত ১২

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং আরও তিনজনকে অপহরণ করা হয়েছে। বুধবার স্থানীয় নেতাদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায় ।

বিজ্ঞাপন

বেরোম ইয়ুথ মোল্ডার্স-অ্যাসোসিয়েশন (বিওয়াইএম)-এর প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানান, হামলাকারীরা (যাদের স্থানীয়রা সশস্ত্র ফুলানি মিলিশিয়া হিসেবে চিহ্নিত করেছে) মঙ্গলবার গভীর রাতে আক্রমণ চালিয়েছিল। এছাড়াও আরও পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা ওই অঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা ও মারাত্মক জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে। শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন